এস এম খলিলুর রহমান,হবিগঞ্জ প্রতিনিধি :
বিস্তারিতঃ হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরন। ১১ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ ঘটিকা থেকে সন্ধা সাড়ে ৭ ঘটিকা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সীমান্ত ঘেষা রাহেলা ও কামালপুর ওয়ার্ডে পানিবন্দী মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।
দুই ওয়ার্ড মিলে মোট ৬৫ টি বানবাসী পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেজ (১০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ লি সয়াবিন তেল, ৫০০ গ্রাম নুডলস, ১ কেজি ডাল সহ ১০ টি আইটেম) বিতরণ করা হয়।
উল্লেখ্য রাহেলা ও কামালপুর ওয়ার্ডের পানিবন্দী আবস্থা উপজেলা নির্বাহী অফিসার ও পি আইও ইতিপূর্বে গতমাসে সরেজমিনে পর্যবেক্ষণ করেছিলেন।
উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের জন্য দোয়া করার জন্য এবং দূর্যোগ কালীন সময়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়।
এস এম খলিলুর রহমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
তাং ১১/০৮/২০২০