আর্থিক অনুদান প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন।

0
21

 

মো: ফয়সাল খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

বিস্তারিতঃ ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান afwc,psc,G মহোদয় আর্থিক অনুদান এবং টিন প্রদান করেন। এবং তাদের মধ্য হলো জয়নব বিবি, স্বামী; মৃত মোজাম্মেল হাওলাদার। কালাপানি, হাফছড়ি, গুইমারা খাগড়াছড়ি। বসত ঘর মেরামত জন্য টিন: ০১ বান্ডেল। সূর জহান বেগম , পিতা-মৃত হাকিম আলী। মুসলিমপাড়া, গুইমারা, খাগড়াছড়ি। বসতঘর মেরামতের জন্য টিন ০১ বান্ডেল।
মশিউ মারমা,পিতা: ক্যজাই মারমা, লুনদুক্যাপাড়া, গুইমারা খাগড়াছড়ি। আর্থিক সাহায্য: ১০.০০০.০০ ( দশ হাজার টাকা)
মোঃ হাসান আলী, পিতা: মৃত আজিজ। বড় পিলাক, গুইমারা খাগড়াছড়ি। চিকিৎসার আর্থিক সাহায্য, ১০,০০০.০০ (দশ হাজার টাকা) আর্থিক অনুদান প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here