কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

0
10

মোঃ হারুনুর রশিদ কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহীন খলিলেল পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,জেলা মৎসজীবী লীগের সদস্য জসিম উদ্দিন,উপজেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সহ আরো অনেকে। পরে ত্রি-বার্ষিক সম্মেলনে ওই ইউনিয়নের মৎসজীবী লীগের সভাপতি হিসেবে মো. আনোয়ার হোসেন সর্দার ও সাধারন সম্পাদক পদে বশির আহমেদ কে নির্বাচিত করা হয়। এসময় মৎসজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here