কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত

0
13

আকরাম হোসেন রিপন
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৭ই মার্চ উপলক্ষ্য উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ করে। এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের এতে সভাপতিত্ব করেন।
ভার্চুয়াল্লি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম। শেষে ৭ ই মার্চ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাংকন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, উপস্থিত বক্তৃতা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ বিকেলে কাপাসিয়া ধান বাজারে আলোচনা সভা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here