মো: ফয়সাল খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২০ পালন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
প্রতিযোগিতার বিষয় ও নিয়মাবলী নিম্নে উপস্থাপন করা হল।
প্রতিযোগিদের শ্রেণি বিভাগঃ
ক) ১ম শ্রেণি থেকে ৭ ম শ্রেণি।
খ) ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি।
প্রতিযোগিতার বিষয়ঃ
ক. সংগীত (একক) বঙ্গ বন্ধুকে নিয়ে গান/মুক্তিযুদ্ধের গান/দেশাত্ববোধক গান/গণসংগীত
খ. আবৃতি (একক) বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা/মুক্তযুদ্ধ/দেশাত্ববোধক/শিশুতোষ
গ. ৭ ই মার্চের ভাষণ।
নিয়মাবলীঃ
১. প্রত্যেক প্রতিযোগিকে এনড্রয়েড ফোনে তার অংশগ্রনেচ্ছু বিষয় ধারণ পুর্বক ভিডিও ক্লীপ মেইলে প্রেরণ করতে হবে।
২. প্রত্যেক প্রতিযোগীকে নাম/ পিতার নাম/মাতার নাম/প্রতিষ্ঠানের নাম/শ্রেণি ও রোল, মোবাইল নং উল্লেখ করতে হবে।
৩. ভিডিও ক্লীপ প্রত্যেক পাঠাতে হবে।
৪. প্রথম, ২ য় ও ৩ য় স্থান অধিকারীকে ঢাকা শিল্পকলা একাডেমী হতে সরবরাহকৃত বই পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
৫. প্রথম স্থান অর্জনকারীর ভিডিও ক্লীপটি জেলায় প্রেরণ করা হবে।
৬. জেলা পর্যায়ে ১ ম, ২ য় ও ৩ য় স্থান অর্জনকারীকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে।