মোঃ ফয়সাল খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ গুইমারা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়। বুধবার (২৫নভেম্বর) সকালে উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয় হল রুমে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলা উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এতে উপস্থিত ছিলেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংক ম্যানেজার সঞ্জীত নার্থ, মহিলা বিষয়ক কর্মকর্তা, মিসেস হাসিনা বেগম, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো বাবলু,গুইমারা দাখিল মাদ্রাসার সুপার,মোঃ জয়নাল আবেদীন,গুইমারা কলেজের প্রভাষক,অর্জুন নার্থ প্রমূখ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৬ টি ষ্টল মেলায় প্রদর্শন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস’র প্রতিকার বিষয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়।