মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে টাঙ্গাইলের তরুন আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপান উপলক্যে সংগ্রামপুর ইউনিয়ন বাপ্পী স্মৃতি পরিষদের উদ্যোগে মিলাদ মহফিল প্রীতিভোজ ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ক্রীড়াসামগ্রী বিতরন করা হয়েছে ৷ আজ ২১শে নভেম্বর (শনিবার) বাদ যোহর বোয়ালীহাটবাড়ী নয়েন উদ্দীন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মিলাদ ও প্রীতিভোজের অয়োজন ৷ সংগ্রামপুর ইউনিয়ন শহীদ বাপ্পী স্মৃতি পরিষদের সভাপতি তানভীর রাহাত (সনেট) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুল ইসলাম খান ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-আহ্বায়ক রকিবুল হাসান খান ৷ সাংগাঠনিক সম্পাদক রোমান খান খোকন মোঃ অাঃ হালিম মিয়া যুগ্নসাধারন সম্পাদক শহীদ বাপ্পী স্মৃতি পরিষদ যুগ্নসাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন জনি দপ্তর সম্পাদক তাহসান অাফিজ বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সভাপতি হাফিজুর রহমান হাফিজ শহীদবাপ্পী স্মৃতি পরিষদের বন ও পরিবিষয়ক সম্পাদক অালমগীর হোসেন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সংগ্রামপুর ইউনিয়ন শাখার সভাপতি সজিব অাহম্মেদ সুহেল ক্রীড়া সম্পাদক সাগর অাহম্মেদ অনলাইনের সাংগাঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জনি ৷