শারমিন শাহরিয়ার ইতি চাটখিল উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় পূর্নগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আজ ০৭আগষ্ট(সোমবার)সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম। আরও বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু,সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা কুলসুম মনি,চাটখিল থানা তদন্ত ওসি দুলাল মিয়া, পরিচিতি সভায় দুর্নীতি প্রতিরোধে করনীয় সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ১৬জুলাই ২০২০তারিখে দুর্নীতি দমন কমিশন চট্রগ্রাম বিভাগীয় কার্যালয় হতে আগামী ৩বছরের জন্য পুর্নগঠিত চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন লাভ করে। পুর্নগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটি তে আছেন,, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামালপুর হাশেম উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এ. কে. এম মোস্তফা কামাল, সহ সভাপতি- চাটখিল কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেহাব উদ্দিন এবং জয়াগ মহাবিদ্যালয়েরর সহকারী অধ্যাপক মফিজ উল্যাহ, সাধারন সম্পাদক- চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মারুফ সিদ্দিকী ফরহাদ, সদস্যবৃন্দ হলেন,, চাটখিল বাজারের ব্যবসায়ী মহিন উদ্দিন বাবু, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ,চাটখিল বালিকা উচ্চ বিদ্যালয়েরর সহকারী শিক্ষিকা সাহেলা পারভীন, এবং ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার।

