নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মাস্ক না পরার অপরাধে পথচারী ও দোকানীকে ৯ মামলায় ৭ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন।
এসময় মাস্ক ব্যবহার না পরার অপরাধে ৯ মামলায় ৭ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন বলেন, সারাদেশের মত নাগরপুরেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে লক্ষে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।