নোয়াখালীতে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্যর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
13

নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অংগসংগঠন। নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

সমাবেশে আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারউক টপি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু।

বক্তাগণ খালেদা জিয়াকে অসম্মানজণক বক্তব্যর প্রতিবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here