নোয়াখালীতে জনপরিসরে নারীকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

0
20

নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি-:
নোয়াখালীতে জনপরিসরে নারীকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নারী অধিকার জোট এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এতে নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, আইনজীবীসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এ সময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলছে। পার্কে, খোলা মাঠে ও পথে ঘাটে নারীদের হেনস্থার শিকার হতে হচ্ছে।

সমাবেশে গত ১৭ মে বিকেলে জেলা শহরের হাউজিং বালুর মাঠে স্বামীর সাথে বেড়াতে যাওয়া এক নারীকে যৌন হয়রানী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here