রিয়াজ উদ্দিন রুবেল,নোয়াখালী প্রতিনিধিঃ
বিস্তারিতঃ আজ ১৩ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সৈকত সরকারি কলেজ হল রুমে সুবর্ণচরের রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের” সদস্যরা নোবিপ্রবি’য়ের মেধাবী ছাত্র সাইফের উন্নত চিকিৎসার জন্য ২লক্ষ টাকার অনুদান হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোনায়েম খান, উপাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান , নিরাপদ সড়ক চাই(নিসচা)’র নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও ছমির হাট ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক মো. নিজাম উদ্দিন, কবি হানিফ মাহমুদ, সংগঠনের উপ মহাপরিচালক হুমায়ূন কবির, প্রকল্প পরিচালক সুইট খাঁন রনি।
“সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের” উপমহাপরিচালক হুমায়ুন কবির বলেন, “মানবিক বিপর্যয়ে পাশে আমরা আর্ত মানবতার সেবায় সদা প্রস্তুত” এ মূলতন্ত্রকে অগ্রদূত হিসেবে গ্রহণ করে এ ফাউন্ডেশনের অগ্রযাত্রা। যে কোন মানবিক কার্যক্রমে “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন” শুরু থেকেই সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। এছাড়াও এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে চিকিৎসা,বাসস্থান,পূর্ণবাসন,
শিক্ষা সামগ্রী বিতরণ, গরীব মেয়ের বিয়ের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সমূহ।আমরা নোবিপ্রবি মেধাবী ছাত্র সাইফের পাশে থাকতে পেরে আনন্দিত। সবার সহযোগীতায়, মহান আল্লাহর অশেষ রহমতে সাইফ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এটাই আমাদের কামনা।
এছাড়াও আজকের অনুষ্ঠানে একটি অসহায় মেয়ের বিয়ে বাবদ ও অসুস্থ এক ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।