পাইকগাছায় বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

0
12

পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সভায় সাবেক এম.এন.এ ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এম.এ গফুর’র সন্তান উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা’র সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, প্রধান বক্তা জেলা আ’লীগ সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সম্মানিত অতিথি খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)-র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য এ্যাড. মোঃ সোহরাব আলী সানা, উপস্থিত ছিলেন জেলা আ’লীগের , সহ-সভাপতি সমীকরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ আ’লীগ, সেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যয়ের নেতা কর্মীরা। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা’র সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বক্তব্যে তৃনমুলের সংগঠনকে শক্তিশালী করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের দ্বারে দ্বারে যেতে বলেন এবং ভোট কেন্দ্রে অধিক সংখ্যাক ভোটারদের উপস্থিতি করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী সভায় সাবেক এম.এন.এ ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এম.এ গফুর’র সন্তান উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পিতার স্মৃতিচারণ করে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here