বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত;

0
23

এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি ॥

বিস্তারিতঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খাঁন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ শাহ পরান, উপজেলা ইঞ্জিনিয়ার আল নুর তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, উপজেলা খাদ্য কর্মকর্তা খবীর উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খাঁন, মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া, এরশাদ আলী, জয় কুমার দাশ, সমাজ সেবক কাজল চ্যাটার্জী, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন প্রমুখ।

সভায় শহীদ মিনার এলাকা থেকে সিএনজি সড়ানো, মিশুক টমটম ১৮ বছরের নিচে কাউকে চালাতে না দেয়া, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশকে আরো আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এস এম খলিলুর রহমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
তাং ১৩/০৮/২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here