শাহ সুমন, বানিয়াচং হবিগনজ প্রতিনিধি:
বিস্তারিতঃ (১২ আগস্ট) রোজ বুধবার হবিগনজ জেলার বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বন্যার্ত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বলেন করোনা মহামারি এবং বন্যার এই সময়ে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কর্মহীন, গরিব, এতিম, অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সরকার।মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য, জাতীর পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের সরকার কাজ করছে। আগস্ট মাস শোকের মাস এই মাসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সবাইকে হারিয়েছি। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,১৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ফজলুল রহমান খান সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।হঠাৎ করে বর্ষার পানি বৃদ্ধি পেয়ে বন্যায় রুপ নেওয়াতে ওই এলাকার অনেক পরিবার অসহায় হয়ে পরে। ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসে কিছু পরিবার। সাধারন,ত ভাবে বন্যার কারনে তাদের আয় রোজগারের পথ ও বন্ধ হয়ে যায়। এতে তাদের মানবেতর জীবন পার করতে হচ্ছে। এই অসহার ৫০০ টি পরিবার,সরকারি ত্রান পেয়ে কিছুটা হলেও তাদের কষ্ট কমবে বলে মনে করেন ত্রান পাওয়া পরিবারের সদস্যরা।