অমৃত জ্যোতি,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারুকীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বাদ আসর মধ্যনগর হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন ফারুকী ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি এশিয়ান টিলিভিশন এর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. আতিক ফারুকীর বাবা।এছাড়াও মধ্যনগর প্রেসক্লাবের সকল সদস্য শোক প্রকাশে বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।