মুক্তাগাছায় শৈলচাপড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে মাঠ দিবসের উদ্বোধন।

0
52

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ ঃ

বুধবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় শৈলচাপড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে মাঠ দিবসের উদ্বোধন করা হয়েছে। মুক্তাগাছার কাশিমপুর ব্লকে আউস ধান কর্তন উপলক্ষে এই মাঠ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক শৈলচাপড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে মাঠ দিবসের উদ্বোধন করেন। এ সময় এ ব্লকে চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে ব্রি-ধান ৪৮, ব্রি ধান-২৬, ব্রি ধান-৮৫ ও বিনা ১৯ জাতের ধান আবাদ করা হয়। এছাড়াও ৩২০ বিঘা জমি আউস চাষিদের সরকারী প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক চাষিকে ৫ কেজি আউস বিজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে আয়স ধান আবাদে এর মধ্যে সর্বশীর্ষে রয়েছে কশিমপুর কৃষি ব্লক।এ বছর এ উপজেলায় ৭০ হেক্টর জমিতে আউস আবাদ করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল আমীন ফারুক, শওকত আলম, প্ল্যান ডাক্তার সেলিম রেজা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা রবিউল হাসানসহ কৃষিবিভাগে বিভিন্ন কর্মকর্তা, ব্লকের চাষি গোলাম মোস্তফা, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here