তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
বিস্তারিতঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় পৌর সদরের চৌরাস্তা মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদ সদস্যের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, ভাইস-চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ ও মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীনসহ উপজেলার কর্মকর্তাগণ, ঈশ্বরগঞ্জ থানার পক্ষে অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ সহ অন্যান্য অফিসার বৃন্দ, ঈশ্বরগঞ্জ পৌর সভার পক্ষে মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাাত্তার সহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও পৌর কর্মকর্তা বৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আঃ হাই সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আঃ হেকিমসহ নেত্রীবৃন্দ, পৌর আওয়ামীলীগের পক্ষে সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন সহ নেত্রীবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগের পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মাসুদসহ নেত্রীবৃন্দ, ছাত্রলীগের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম ফরিদ উল্লাহ সহ নেত্রীবৃন্দ, উপজেলা জাতীয় পার্টির পক্ষে সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী ও সহযোগি সংগঠনসহ অন্যান্য নেত্রীবৃন্দ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ, এ ছাড়াও উপজেলার রাজনৈতিক অংগসংঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন নিজ নিজ পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে উপজেলা পরিষদের হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা র সবকয়টি ইউনিয়নও দিবসটি পালিত হয়েছে।