ইসমাইল হোসেন, মোংলা প্রতিনিধি:

বিস্তারিত: নিম্নবিত্ত, হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই এর কৃতি সন্তান দিপঙ্কর মৃধা দিপু।
বাগেরহাট জেলার মাননীয় পুলিশ সুপার, শ্রী পংকজ চন্দ্র রায় এর উপস্থিতিতে লক্ষ্মীখালী দিপু মৃধার এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার ১০ আগস্ট বিকাল ৫ টায় শ্রীধাম লক্ষ্মীখালী ঠাকুর বাড়ি আমেরিকা প্রবাসী দিপু মৃধার পক্ষ থেকে অসহায়, খেটে খাওয়া, কর্মহীন, দিনমজুর, মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।কোভিড-১৯ এ কর্মহীন হয়ে পড়া প্রায় ৩০০ পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শ্রীধাম লক্ষ্মীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুর’কে উৎসর্গ করে এ খাদ্য সহায়তা প্রদান করেন দিপু মৃধা। যার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলার মাননীয় পুলিশ সুপার-শ্রী পংকজ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট-শাহী আলম বাচ্চু, আরো উপস্থিত ছিলেন, সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দে, অফিসার ইনচার্জ এম কে আজিজুর, উপজেলা ভাইস চেয়ারম্যান- মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান-ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান-জাহাঙ্গীর আলম বাদশা’সহ অনেকেই।

দীপু মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফজাল হোসেন, শাহ্ আলম, শুভ, বায়জিদ , আজিজ মোড়ল, ইসমাইল হোসেন ও সুমন শেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here