সদর উপজেলা ঝালকাঠি আওয়ামী লীগের দোয়া ও মিলাদ

0
13

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে শহরের আমতলা সড়কে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপজেলা জেলা আওয়ামী লীগ ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here