মোঃআরিফ হোসন ঝালকাঠি প্রতিনিধি
বিস্তারিত : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে ঝালকাঠি শিল্পকলা একাডেমী প্রশিক্ষন হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন মনোযান হোসেন খান, ও শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক আবু সাইদ খান। অন্যদের মধ্যে আ ফ ম আজিম তালুকদার, রুহুল আমিন বশির, সায়িদ খান, উজ্জল মজুমদার, , লাম আলিফ অর্পা বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাদ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।