শরীয়তপুর জেলার জাজিরা থানা প্রতিনিধি অভি শেখ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাজিরা উপজেলার চেয়ারম্যান মোবারেক আলী শিকদার সহ জাজিরা আওয়ামীলীগের বিশেষ বিশেষ নেতা বিন্দ।
শনিবার (১৫ আগস্ট) সকালে জাজিরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর মূর্যালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।
প্রত্যেক বছর জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে দিনটিকে। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।