হাবিপ্রবিতে ট্রান্সফর্মার প্রটেকশনের উপর অনলাইন কমর্শালা আয়োজিত

0
6

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) স্কুল অফ ইঞ্জিনিয়ারস-হাবিপ্রবি শাখা কর্তৃক ট্রান্সফর্মার প্রটেকশনের উপর অনলাইন কমর্শালা আয়োজিত হয়েছে। উক্ত কর্মশালায় হাবিপ্রবির শিক্ষার্থী ছাড়াও RUET, BAUST, MIST, STAMFORD University Bangladesh,Mymensingh Engineering College,Engineers Institute of Bangladesh থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।কর্মশালাটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান(সহকারী শিক্ষক,ইইই বিভাগ,হাবিপ্রবি)।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কুল অফ ইঞ্জিনিয়ারস-হাবিপ্রবি শাখার এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতে এরকম আরো ওয়ার্কশপসহ,বিভিন্ন কনটেস্টের আয়োজন করে হাবিপ্রবি শিক্ষার্থী সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি ও সৃজনশীলতা বিকাশ করার জন্য স্কুল অফ ইঞ্জিনিয়ারস-হাবিপ্রবি শাখার সকল মেম্বারদের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্কুল অফ ইঞ্জিনিয়ারসের সহ-প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ। প্রায় ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে তিনঘণ্টা ব্যাপী চলমান ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here