শেখ আঃ হাই স্পোর্টিং ক্লাব এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন।

0
44
আলী আজীম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বুধবার(০২ সেপ্টেম্বর) মোংলার ঐতিহ্যবাহী সরকারী টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে কুমারখালিস্থ শেখ আঃ হাই স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ৮ দলীয় এক প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনি খেলায় লিমন একাদশ ও নারিকেলতলা একাদশ দুটি দল অংশ গ্রহন করে উদ্বোধনি খেলায় প্রধান অতিথি হিসেবে মোংলা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম উপস্থিত থাকার কথা থাকলেও ত্রাণ কার্যক্রমে ব্যাস্ত থাকায় উপস্থিত থাকতে পারেনি। মোংলা পৌর যুবলীগের সভাপতি ও বাগেরহাট জেলা যুবলীগের সদস্য এস,এম,কবির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা পৌর ১নং ওয়ার্ড সাবেক সভাপতি শেখ বেল্লাল হোসেন,মোংলা ক্রিড়া পরিষদের সদস্য সচিব ও বাধন স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা এম,আর,রানা। মোংলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল-আমিন(সানি)এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,মোংলা পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোঃ হানিফ হোসেন,যুবলীগ নেতা হাসিব খাঁন,সাংবাদিক রনি শেখ,এম,এইচ শান্ত,মাসুদ পারভেজ,শেখ রাছেল,বায়জীদ হোসেন, হাফিজুর হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এম,আর,রানা বলেন,মোংলাকে ভালো রাখতে হলে যুবসমাজকে মাদক মুক্ত রাখতে হবে।প্রতিটা খেলোয়াড়কে মাদক সেবন না করতে আহবান জানান তিনি। শেখ বেল্লাল হোসেন বলেন,আমরা মাদক মুক্ত মোংলা চাই।তাই খেলার গুরুত্ব অপরিসীম। এস,এম,কবির হোসেন বলেন,খেলা মানুষের মনকে ভালো করে তোলে।মাদকমুক্ত মোংলা গড়তে খেলার গুরুত্ব অপরিসীম।সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখার ও খেলতে আহবান জানান তিনি।খেলায় কোন প্রকার উসৃংখলা করতে নিষেধ করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here