মোঃ কাঞ্চন লস্কর বিশেষ প্রতিনিধি
আজ ৩০ সেপ্টেম্বর ২০২০ইং (বুধবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে, বাংলাদেশর দক্ষিন অঞ্চলের রাজনৈতিক অভিভাবক,দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভাপতি (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আবদুল্লাহ শারীরিক অসুস্থতা জনিত কারণে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন আছেন। বিজ্ঞ এ নেতার আশু রোগ শারীরিক সুস্থতা কামনা করে সকল দেশবাসীর নিকট আশীর্বাদ প্রার্থনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, জনাব সুজিত রায় নন্দী। মহান সৃষ্টিকর্তা যেন দ্রুত এই মহান নেতা কে সুস্থতা দান করেন, আমিন।