আমার প্রতি চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডবাসীর ভালোবাসা অসিম, গতবারের নির্বাচন প্রমানিত; কাউন্সিলর প্রার্থী, গিয়াস উদ্দিন রানা।

0
39
 মোঃ কাঞ্চন লস্কর চাঁদপুর প্রতিনিধি/ ২১/৯/২০২০ইং
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে পৌর ১০নং ওয়ার্ডের পরীক্ষিত সাবেক ও বর্তমান কাউন্সিলর প্রার্থী, সাদা-মাটা নিরঅহংকারী, অত্যন্ত সাধারণ ও সম্ভ্রান্ত পরিবারে যার জন্ম, যার বাবা ছিলেন অতিসাধারণ জীবন-যাপন করা ব্যক্তি নতুন বাজার জামে মসজিদের ইমাম (ক্বারীসাব হুজুর) নামে বেশ পরিচিত ওনারি সুযোগ্য সন্তান সাংবাদিক মোহাম্মদ গিয়াস উদ্দিন রানা। তিনি গত (২০১৫) নির্বাচনে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুমন (পাঞ্জাবী প্রতীক) কাউন্সিলর সালাহ উদ্দিন মিজি (টেবিল ল্যাম্প) ও বর্তমান কাউন্সিলর ডিএম শাহজাহান (ডালীম প্রতীক)’র সাথে উটপাখি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে ব্যাপক আলোড়ণ সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ ১০নং ওয়ার্ডবাসীর এবারের চেস্টা কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন রানার গতবারের সেই উটপাখি প্রতীকের বিজয় নিশ্চিতে। ১০নং ওয়ার্ডবাসীর মতামত, গিয়াস উদ্দিন রানা সাদা মনের মানুষ, তাকে তুই,তুকারী বা কিরে এদিকে আয় বলে সবাই ডাকি, কোনদিন সে আমাদের দিকে মনে কষ্ট নিয়ে তাকায়নি, হাসিমুখে আমাদের সবার সাথে সবসময় কথা বলে। আমরা জানি আমাদের পছন্দের প্রার্থী গিয়াস উদ্দিন রানার অর্থ নাই, তবে তারমতো এতো সুন্দর মনও এই ১০নং ওয়ার্ডের কোন কাউন্সিলর প্রার্থীর নাই‌। আমরা ১০নং ওয়ার্ডবাসী বিশ্বাস করি গিয়াস উদ্দিন রানাকে, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হবে, বিশেষ করে অতিসাধারণ লোকের জন্যে গিয়াস উদ্দিন রানা রত্ন। আমাদের ১০নং ওয়ার্ডের বেশিরভাগ মানুষই আমরা সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত। আমাদের দিকে গিয়াস উদ্দিন রানার নজর দিতে হবেনা, আমাদের ওয়ার্ডের কিছু সংখ্যক লোকের প্রতি দৃষ্টি দিলেই চলবে। আমাদের রাস্তা, সুয়ারেজ লাইন, পাড়া-মহল্লার বিদ্যুতের খুঁটিতে লাইটগুলো সার্ভিস নিশ্চিত করা হলেই চলবে। কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন রানা বলেন, আমার সর্বোচ্চ শ্রদ্ধেয় আমার ১০নং ওয়ার্ডবাসী, তাদের অনুপ্রেরণায় আজকে আমি গিয়াস উদ্দিন রানা এবং দ্বিতীয়বারের মতো এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী। আমার প্রতি ওয়ার্ডবাসীর ভালোবাসা অসিম, গতবারের নির্বাচন প্রমানিত। আমি কখনোই ১০নং ওয়ার্ডবাসীর ঋণ পরিশোধ করতে পারবোনা এবং এই ঋণ পরিশোধ যোগ্য নয়। আমি গতবার কাউকে না বলে নির্বাচন মাঠে নেমেছি, আমার ১০নং ওয়ার্ডের জনগণ আমাকে প্রত্যাখ্যান না করে উল্টো তাদের মহামূল্যবান ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে আমাকে। নির্বাচন জয় পরাজয় নিয়েই। তাছাড়া নেতৃত্ত্ব মহান আল্লাহর ফায়সালা, আমি আল্লাহকে ভরসা করি, আল্লাহ যাকে এর জন্যে যোগ্য মনে করবেন তাকেই মেনে নিতে হবে। আমি আমার ১০নং ওয়ার্ডবাসীর সাথে মিথ্যা কথা বা মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবোনা, বলবো না আমি পাশ করলে হাতি-গোড়া ইত্যাদি ইত্যাদি পাবেন। আমি জয়ী হলে বাংলাদেশ সরকার কর্তৃক চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডে নাগরিক সেবার পুরোটাই নিশ্চত করবো ইনশাআল্লাহ। সে লক্ষ্যে আগামী ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উটপাখি প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ১০নং ওয়ার্ডের সকল ভোটারদের উপস্থিতিসহ ভোট প্রত্যাশা করছি। আমি সুযোগ চাইনা কাজ করতে চাই, আমাকে কাজ দিন ১০ অক্টোবর শুভদিন উটপাখি প্রতীকে ভোট দিন।
লস্কর লস্কর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here