মেহেদী হাসান ঈশ্বরগজ্ঞ প্রতিনিধি,
আজ দুপুরে ঈশ্বরগজ্ঞ উপজেলার উচাখিলা- মধুপুর রোডে মটরসাইকেল ও ভ্যানগাড়ীর সংঘর্ষে সড়ক দুর্ঘটনা হয়। এতে আহত হয় তিনজন নিহত ০। আহতরা সবাই ছিল মটরসাইকেলে তারা হলেন মধুপুর বাজার পল্লী বিদুৎ অফিসের ইর্নচাজ, মোঃনজরুল ইসলাম (৪০), পল্লী চিকিৎসক মোঃ নাজমুল হুদা (৩০) ও এক পথচারী। এদের মধ্যে নাজমুল হুদা প্রচণ্ড আহত হয় তাকে নিয়ে ময়মনসিংহ হাসপাতালে চলে যায়। বাকীরা তেমন কোন গুরোতর না। দুর্ঘটনা র কারণ রাস্তার এক বেহাল দশা প্রচুর ভাংগা। ঐ রাস্তাটি মেরামত করা অতি জুরুরী।