কচুয়া করইশ পূর্বপাড়া গ্রামে, সিমা আক্তার পিতাঃমৃত মিলন মিয়া,স্বামী মোঃনাছির হোসেন পিতা ইলিয়াছ মিয়ার ছেলে, নাছির তার স্তীকে পারিবারিক কলহে, হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে।
তাকে গ্রেফতার করে, দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। গ্রামবাসী বলছে আমরা তার স্বামীর দ্রুত ফাঁসি চাই। কিন্তু এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে কি না,তা জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে,গ্রামবাসী বলছেন,এ ভাবে আর কত মায়ের কোল খালি হবে,আমরা প্রশাসনের জোড়ালো ভূমিকা চাই। এ সমস্ত অপরাধীদের ধরে দ্রুত ফাঁসি কার্যকর চাই।