পাবনা: পাবনা জেলা যুবদলের কমিটি বাতিল ও অর্থ আত্মসাৎকারীদের স্থায়ী বহিস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে
জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২১ মার্চ ২০২১) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তা
অবরোধ করে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। পরে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাবনা
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ,জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান ও
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের দপ্তর
সম্পাদক আবু রায়হান নয়ন, সেচ্ছাসেবক দলের রাফি আনাম,জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোমনাথ বাগচী,মীর রকিবুল
ইসলাম কমল,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম ইমরান মানিক,যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি প্রমুখ: এ
সময় মনির আহমেদ বলেন " পাবনা জেলা যুবদলের অবৈধ কমিটি আমরা মানি না, এই কমিটির সভাপতি ও সেক্রেটারি
বিভিন্ন ইউনিটে কমিটি দেওয়ার নাম করে তৃণমূল নেতাকর্মীদের কাছে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে এবং
নেতাকর্মীদের সর্বশান্ত করে দল বিমুখ করেছে যার ফলে জেলা যুবদলের কমিটি নেতাকর্মীদের আস্থা হারিয়েছে। তসলিম
হাসান খান সুইট বলেন " গ্রাম-গ্রঞ্জে পাড়া মহল্লায় রব উঠেছে জেলা যুবদল টাকার বিনিময়ে দলীয় পোস্ট বিক্রি করে এবং
তার সুস্পষ্ট প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। অবিলম্বে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া হোক ও
সভাপতি সঞ্জু ও সেক্রেটারি হিমেলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক, আমাদের এই দাবি মানা না হলে আমরা দূর্বার
আন্দোলন গড়ে তুলব এবং এই অবৈধ কমিটি দেওয়ার পিছে যাদের হাত আছে তাদের পাবনা থেকে উচ্ছেদ করব। এসময়
শত শত নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ সমাবেশ। তাদের মুখের শ্লোগান যুবদলের এই কমিটি মানি না মানব না।
বহিস্কার করা না হলে বৃহত্তর কর্মসচি দেওয়ার হুশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। উল্লেখ্য: গত ১৭ই মার্চ বাংলাদেশ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশে পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির
হোসেন সঞ্জু ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার বিরুদ্ধে বিভিন্ন ইউনিটে কমিটি প্রদানে অর্থনৈতিক
লেনদেন ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অপরাধ দেখানো হয় এবং ২৪ই মার্চের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির সামনে
উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়।