করোনাভাইরাসের দীর্ঘ ছুটির পর ইতালিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে খুলে দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

0
37

ওয়াসিম শেখ ইতালি প্রতিনিধি

দীর্ঘ নয় মাস পর ইতালিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দিয়েছে দেশটির সরকার। প্রথম দিনে (তাং১৪/৯/২০২০ ইং) প্রায় নব্বই শতাংশ স্কুল, কলেজ খোলা ছিল। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় আগের রূপ ধারণ করতে কিছুদিন সময় লাগবে এমনটাই ধারণা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। লম্বা লকডাউনের পর শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ায় খুবই আনন্দিত শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের ঘরে বসেই ক্লাস করতে হয়েছে অনলাইনে। শিক্ষার্থীরা দীর্ঘদিন লকডাউনে থেকে পড়ালেখায় চাঞ্চল্য হারিয়েছিল তবে এখন শিক্ষার্থীরা মনে করছে আগের মতোই তারা স্কুলে গিয়ে তাদের মেধাকে বিকশিত করতে পারবে। স্কুলের ক্লাস শুরুর প্রথমদিন দেখা যায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা তাদের ক্লাসে অংশগ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here