মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার মুখপাত্র জানিয়েছেন, ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই সপ্তাহের শুরুতেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল আসার পর থেকে কোয়ারেন্টাইনেই আছেন তিনি।
তবে ট্রাম্প জুনিয়রের এখনো করোনার কোন উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে না। কোভিড-১৯ পজেটিভ আসায় চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।
গেল মাসে ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প (১৪) করেনায় আক্রান্ত হন। কিন্তু পরবর্তীতে ধকল কাটিয়ে উঠেন। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনায় আক্রান্ত ছিলেন।
জুনিয়র ট্রাম্প বাবার নির্বাচনি প্রচারণায় বেশ শক্ত ভূমিকা পালন করেছিলেনে। রাজ্যে রাজ্যে প্রার্থীদের কাছে ছুটে গেছেন তিনি।
তবে ট্রাম্প হেরে যাওয়ায় ভেঙে পড়েন জুনিয়র। এমনকি নির্বাচেনে হেরে যাওয়ায় ট্রাম্পকেই দোষেন।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ,মার্কিনিদের ধারণা আগামীতে হোয়াইট হাউজের দৌড়ে অংশ নিবেন ।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত মারা গেছেন।