রিপোর্টঃ
নেত্রকোনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা কালে নুরজামাল (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার রাতে ওই শিশুর নানি বাদী হয়ে আটক নুরজামাল এর বিরুদ্ধে মামলা করেন। আটক কৃত নুরজামাল উপজেলার সদর ইউনিয়নের কালিহালা কালা গ্রামের মোঃ আব্দুল হেকিমের ছেলে। আটককৃত মোঃ নুরজামাল পেশায় একজন অটোরিক্সা চালক। ওই শিশুর নানী জানান, সোমবার সন্ধ্যায় নাতনিকে বাড়িতে একা রেখে জরুরী প্রয়োজনে পাচগাও বাজারে গিয়েছিলাম। এই সুযোগকে অটোচালক নুরজামাল রান্না ঘরে ঢুকে একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে ধর্ষক নুরজামাল এর হাত থেকে রক্ষা করে।এ সময় নুরজামাল কে আটকে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাতেই পুলিশ শিশুটিকে উদ্ধার সহ অভিযুক্ত নুরজামাল কে থানায় নিয়ে আসে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম খান বলেন, এলাকাবাসী নুরজামাল কে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাতেই ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার আসামী সহ শিশুটিকে জবানবন্দি রেকর্ড এর জন্য আদালতে পাঠানো হবে।