আব্দুর রশিদ কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জতীয় কন্যা দিবস পালিত হয়।বুধবার (৩০ সেপ্টেম্বর ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।র্্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান প্রমূখ।