আলী আজীম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে কাতার চ্যারিটি বাংলাদেশ’র উদ্যোগে বিনামূল্যে সুপেয় পানির গভীর সোলার নলকূপের মাধ্যমে এক হাজার মানুষকে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। জেলার ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুর জামে মসজিদের পাশে এ প্ল্যান্ট স্থাপন করা হয়। গভীর সোলার নলকূপ স্থাপনের কারণে এ এলাকার অন্তত ১০০০ সাধারণ মানুষ সুপেয় পানি পান করতে পারবে।২ কিলোমিটার ব্যাপ্তি ২৫ টি পয়েন্টের মাধ্যমে ২০০ পরিবারের সহশ্রাধীক মানুষ সুপেয় পানি পান করতে পারবে। কাতার চ্যারটি বাংলাদেশ এর কিউসি ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানীর মাধ্যমে এ প্ল্যান্ট তৈরি করা হয়। এ অঞ্চলের পানি লবনাক্ততা থাকার ফলে স্থানীয় জনগন সুপেয় পানী পান করতে পারতো না।কাতার চ্যারিটি বাংলাদেশ এর এই উদ্দোগে তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়। জয়পুর জামে মসজিদের ইমাম মুফতি মুরাদ হোসেন বলেন,দীর্ঘদিন যাবৎ এই এলাকার সাধারণ মানুষ লবনাক্ত পানি পান করে আসছিল।আর এই লবনাক্ত পানির জন্য নানা প্রকার অসুবিধা হত।পরে আমি কাতার চ্যারিটি বাংলাদেশ এর সাথে যোগাযোগ করে এই সোলার গভীর নলকুপ স্থাপনের ব্যাবস্থা করি।তাদের কারণে আজ এ অঞ্চলের সহশ্রাধীক মানুষ সুপেয় পানি করতে পারছে। কিউসি ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানির অপারেশন ম্যানেজার সফিউল আযম লিটন বলেন,কাতার চ্যারিটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা এ অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেছি। কাতার চ্যারিটি বাংলাদেশের আরো কার্যক্রম রয়েছে।যা এযাবৎ কাল মানুষের সেবায় কাজ করে আসছে।আশা করি কাতার চ্যারিটি বাংলাদেশ এর আরো সহযোগিতায় এ এলাকার মানুষ আরো উপকৃত হবে।