কিশোর দুই সুপারি চোর ধরে থানায় নিয়ে গেল এলাকাবাসী

0
82

সাতক্ষীরা প্রতিনিধি :

ঘটনাটি ঘটেছে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগপাড়া গ্রানে। গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে চোর সন্দেহে দু-জন কিশোর সুপারি চোর আটক করে গ্রামবাসীরা। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের প্রায় এক বস্তা সুপারি পাওয়া যায়। যেটা নগরঘাটা এলাকার মৃত নিজাম মোড়ল ও বাগপাড়া গ্রামের আনার এর একটি গাছ থেকে চুরি করা বলে তারা স্বীকার করে। আটককৃত দুই চোর পার্শ্ববর্তী ধানদিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে জুয়েল (১৭) ও একই এলাকার এরশাদের ছেলে আরিফুল (১৫)। এসময় তাদের সাথে আরো একজন চোর ছিল বলে জানায় এলাকাবাসী। তবে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। কয়েকদিন পূর্বে বাগপাড়া গ্রামের কাচামাল ব্যবসায়ী কবিরের বাড়ি থেকে তার ব্যবহারিত ভ্যান, সাইকেল ও টর্চ লাইট চুরি হলে তিনি পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চুরির অভিযোগে আটক দুই চোর সুপারি চুরির কথা স্বীকার করেছে তবে ইতিপূর্বে চুরি হওয়া ভ্যান, সাইকেল ও টর্চ লাইটের কথা তারা অস্বীকার করে। এরপর তাদের ইউনিয়ন পরিষদে হাজির করলে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় প্রশাসনের দারস্ত হতে পরামর্শ দেওয়া হয়। এসময় এলাকাবাসি তাদের ভ্যান যোগে থানায় নিয়ে গেলে কিশোর হওয়ায় ও সামান্য সুপারি চুরি করায় সাধারণ ক্ষমা করে মুচলেকা নিয়ে পরিবারের লোকজনদের হাতে ছেড়ে দেন বলে থানা সূত্রে জানা যায়। সচেতন মহলের মন্তব্য অনুযায়ী এলাকার কিছু নেশাখোর ব্যক্তির কারণে কিছুদিন যাবত এলাকায় চুরির মত ঘটনা ঘটছে। এই নেশাখোররা নিজেদের নেশার জন্য বিভিন্ন সময় মাদকদ্রব্য আনা নেওয়ার জন্য এই সব কিশোরদের ব্যবহার করে। আনা নেওয়ার এক পর্যায়ে কিশোর গুলোও মাদকাসক্ত হয়ে উঠছে। এমন ঘটনা থেকে পরিত্রাণ পেতে আগে প্রয়োজন এলাকা মাদকমুক্ত করা। তবে কিশোর এই সুপারি চোর ধরে থানায় নিয়ে যাওয়া নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত কয়েকদিন আগে চুরি হওয়া ভ্যান ও সাইকেলের ক্ষতিপূরণ আদায়ের জন্য এমনটি করা হয়েছে বলে সচেতন মহলের দাবি। তারা আরো বলেন, কিছু অসাধু ব্যক্তি সুপারি চুরির ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে চুরি হওয়া পরিবারটিকে কানপড়া দিচ্ছে। এ যেন মাছ না পেয়ে ছিপে কামড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here