আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধিঃঃ
র্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর অভিযানে মৌলভীবাজার কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট হতে ২৮১ কেজি বোতল ভারতীয় মদ ও নগদ ২,৩৪,০০০/-টাকা সহ ১জন মাদক ব্যবসায়ীকে করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
র্যাব সূত্রে জানাযায় (২০ ফেব্রুয়ারী ) শনিবার ভোর ৫ঃ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি অভিযানিক চৌকশদল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি,মেজর আহমেদ নোমান জাকি ও অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে
শরিফপুর ইউনিয়ের ইটারঘাট গ্রামের ওয়াতিয়ার আলীর ছেলে, মঞ্জুর আলী (৪১) নিজ ঘর হইতে ২৮১ বোতল ভারতীয় মদ এবং মাদক বিক্রির ২,৩৪,০০০/- (দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা) সহ আটক করা হয।
এই ঘটনায় র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।