ডেস্ক রিপোর্ট। কৃষক নেতারা সারা ভারত বন্ধের ডাক দিল্লির সাথে যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি। দিল্লিতে লাগাতার আন্দোলনের মধ্যে এবার আগামী মঙ্গলবার সমগ্র ভারতে বন্ধের ডাক দিয়েছে দেশটির কৃষকরা। ওই দিন দিল্লির সাথে অন্য রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা।
এদিকে এজন্য কৃষকদের দিল্লির প্রবেশদ্বারগুলোতে কঠর অবস্থান নিতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে আন্দোলনরত কৃষকদের বাগে আনতে সরকার কয়েকবার বৈঠক করলেও তা ব্যর্থ হয়। মোদি সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রায় দু’সপ্তাহ ধরে দিল্লিতে আন্দোলন করে আসছেন ভারতের সাধারণ কৃষকরা।তাদের কথা কেউ শুনছেন না।তাই তারা কঠর কঠিন আনদোলনে নামবেন ভারতের সমস্ত কৃষকরা।