গাজীপুর প্রতিনিধি,
মেঃ হোসেন মিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ রোড এলাকায় চারটি চাউলের দোকানে পাটের বস্তা ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগষ্ট) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। এসময় তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী চাল পরিবহন ও মজুদে পাটের বস্তা ব্যবহার না করার অপরাধে মোট চারটি মামলায় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাধারন জনগনকে সচেতন করা হয়। পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সবাইকে উদ্ধুদ্ধ করা হয়। অভিযান পরিচালনার সময় পাট উন্নয়ন কর্মকর্তা ও ব্যাটিলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।