গাজীপুরে পিক-আপ ভ্যান উল্টে দুই কাপড় ব্যবসায়ী নিহত

0
23

গাজীপুর প্রতিনিধি :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের রাজেন্দ্রপুরে পিক-আপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই দুই কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন । সকালে রাজেন্দ্রপুর বাস স্টেশনের এ দু্র্ঘটনা ঘটে । পুলিশ লাশ উদ্ধার নাওজোড় হাইওয়ে থানায় নিয়েছে । নিহত আনোয়ার হোসেন (৩২) নেত্রকোনার কমলাকান্দা থানার মহিসাসুড়া গ্রামের সাকের আলীর ছেলে । এবং আমির হোসেন (৩০) একই জেলার দূর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে । পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা গাজীপুরের বাঘের বাজার শিশির চালা এলাকায় পরিবারের সবাইকে নিয়ে বসবাস করতো । ভ্যানে করে বিভিন্ন স্থানে ঘুরে ভ্রাম্যমান কাপড়ের কাপড়ের ব্যবসা করতেন । সকালে টঙ্গী থেকে কাপড় নিয়ে বাসায় ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় এসে পিক-আপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এতে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী দুইজন মারা যায় । খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here