গাজীপুর মহানগরের ওয়ার্ড কমিটি বাতিলের দাবীতে মহাসড়ক অবরোধ

0
9

বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড আহ্বায়ক কমিটি বাতিল দাবিতে টঙ্গীতে রেল লাইনে আগুন ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অবরোধ চলাকালে ট্রেন ও যান চলাচল মারাত্মক বিঘ্ন ঘটে। হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন। এ অবস্থায় রেললাইন আসা যাওয়ার সিগনাল না পাওয়ায় টঙ্গী আউটার সিগনালে দুদিকে দুটি ট্রেন আটকা পড়ে। আশপাশের অন্যান্য রেল স্টেশন গুলোতেও স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। রেলপথ রাজপথে অবরোধের কারনে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। মহাসড়ক-রেলপথ অবরোধে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রবিবার গাজীপুর মহানগরের ওয়ার্ড গুলোতে যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তা একতরফা ও পকেট কমিটি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের কারো সঙ্গে পরামর্শ না করে এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। গাজীপুর মহানগরের টঙ্গী ( বাজার, স্টেশন রোড, মিলগেট, কলেজ গেট, হোসেন মাকের্ট ) এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা এ বিক্ষোভ করে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রীড কিছু লোক নিয়ে ঘোষিত এ পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান নেতাকর্মীরা। বিক্ষোভকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে মহানগরে ঘোষিত ওয়ার্ড কমিটি বাতিল করা না হলে যারা এ কমিটির ঘোষণা দিয়েছেন তাদেরকে বহিষ্কারের ঘোষণা দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here