মোঃ করিমুল হক,
গুইমারা খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিরের সঞ্চালনায় আলোচনা সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা, প্রধান আলোচকের বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। সভার শুরুতেই তৃনমুলের কিছু দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য দেন সিন্দুকছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি কৃষ্ণ কুমার ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিশান, গুইমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মান্নান,ও উপজেলা যুবলীগ নেতা মাসুদ রানা। সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক তাদের বক্তব্যে বলেন আমরা কারও তাবেদারী রাজনীতি করিনা আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করি। তারা আরও বলেন, দলে খন্দকার মুস্তাকদের অনুসারীরা এখনও আছে তাই সকলে সজাগ থাকতে হবে। নিজেরা আগে পরিশুদ্ধ হতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে এগিয়ে যেতে হবে।আপনারা যারা যুবলীগ করেন তাদের অনেক কাজ। যুবলীগের দারা বঙ্গবন্ধু ২য় বিপ্লব করতে চেয়েছিলেন বর্তমানে তার কন্যা তা বাস্তবায়নের কাজ করতেছেন তাই আগমীতে কাউন্সিলর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে যুবলীগের কর্মীদের প্রত্যক্ষ ভোটে অথবা সমর্থনে নেতা নির্বাচন করা হবে যাতে যুবলীগের নেতাকর্মীদের দুঃখ দুর্দশা মুছন করতে পারে এবং আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নের জন্য ত্যাগস্বীকারে অগ্রনীভুমিকা রাখতে পারে।