মো করিমুল হক, গুইমারা প্রতিনিধি পরিচ্ছন্নতা অভিযান ও মানুষকে সচেতন করার মধ্য দিয়ে বিডি ক্লিন গুইমারা পরিচ্ছন্নতার ১৯ তম ইভেন্ট সম্পন্ন করেছে। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে ” এই স্লোগানকে সামনে রেখে গুইমারা উপজেলা সদরে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে সেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন” এর পরিচ্ছন্নতার ইভেন্ট করা হয়েছে। শুক্রবার সকালে গুইমারা বাজারের বিভিন্ন গলিতে এই পরিচ্ছন্নতার অভিযান ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে দোকানদারদের সচেতন করা হয়। বিডি ক্লিন গুইমারা উপজেলার সহ-সমন্বয়ক হৃদয় পাল ও সাবেক প্রতিষ্ঠাতা সমন্বয়ক তানভীর সিহাব এর নেতৃত্বে বিডি ক্লিন উপজেলার সমন্বয়ক লজিস্টিক- মোঃ নুরুন নবী (রাজু), প্রসেনজিৎ শীল, মোঃ করিমুল হক, সাইফুল ইসলাম সহ কয়েকজন সেচ্ছাসেবক এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এসময় সেচ্ছাসেবীরা উপজেলা বাজারের বিভিন্ন গলি সহ ময়লাযুক্ত কয়েকটি স্থান পরিষ্কার করেন ও জনসাধারণকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সচেতন মুলক পরামর্শ দেন। পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই মনোভাব গড়ে তুলতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়তে যৌথ ভাবে শপথ করে সেচ্ছাসেবকরা। এসময় এলাকাবাসির মধ্য থেকে কয়েকজন এলাকাবাসি সেচ্ছাসেবকদেরর সার্বিক সহযোগিতা করেন। অভিযান শেষে সেচ্ছাসেবীরা এলাকাবাসির মাঝে সচেতনতা মুলক প্রচারনা চালায় এবং ডাস্টবিনে ময়লা ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহ এলাকার পরিস্কার রাখতে উদ্ভুদ্ধ করেন।