শান্ত রাজীব গোপালগঞ্জ প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, এ নিয়ে জেলায় মোট ২৫’শ ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩৩জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪’শ ৪২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৯৪৮ জন, কাশিয়ানীতে ৪৯৭ জন, মুকসুদপুরে ৩৮০ জন, টুঙ্গিপাড়ায় ৩২৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।