মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল,টাঙ্গাইল প্রতিনিধিঃ
আজ (২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ঘটাইল উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়া মাদ্রসায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রসার শিক্ষক আটক করেছে পুলিশ া বলাৎকারের শিকার দুই জন হেফজো খানার ছাত্র। তাদের জেল হাজতে প্রেরন করেছে ।আটক শিক্ষক গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল(২২) ভ্থয়াপুর উপজেলা নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল(২২)।তার দুজনেই ঐ মাদ্রসায় শিক্ষকতা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়া মাদ্রসায় হেফজো খানায় দুই ছাত্র কে মাদ্রসার দুই শিক্ষক রমিজুল(২২),খায়রুল বলাৎকার করে।বিষয়টি তার বাবা মাকে জানালে ,পরে পুলিশ কে জানায়।পুলিশ অভিযান চালিয়ে দুই শিক্ষক কে গ্রেপ্তার করে। এ ব্যপারে ছেলেটির বাবা আরিফুজ্জামান বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে(৯ক) ধারায় মামলা করেন।মামলা নং১৫ এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক(এসআই) মোঃ মতিউর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জাানায় বলাৎকারের সাথে জড়িত দুই শিক্ষক কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে