-দেশসংবাদ টিভি মোঃ হেলাল তালুকদার ঘাটাইল,
টাঙ্গাইল টাঙ্গাইল ঘাটাইলের পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন কুমার সরকার আজ (১৭ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে ঘাটাইল বাজার এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না টাঙানো, ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।