মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পাকুটিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হয়ে ডাক্তার খ্যাত আব্দুল হাকিমের মৃত্যু। শনিবার (১৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। পারিবার সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনার নমুনা দেন এবং ১১ সেপ্টেম্বর তিনি জানতে পারেন করোনা পজিটিভ। পরে ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে ভর্তি হন। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গরীবের ডাক্তার আব্দুল হাকিম ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়ার বাসিন্দা। তিনি গোপালপুর উপজেলার সাজনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাকুরীর সুবাদে তিনি পাকুটিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ প্রায় ৩২ বছর উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে সেবা প্রদান করেছেন।