মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃগোবিন্দ মল্লিক।
গত ০৯/১১/২০২০ তারিখে মৌলভীবাজার সৈয়ারপুর প্রবলু দত্ত এর মোবাইল নিজ বাসা হতে মোবাইল চুরি হয়ে যায় গত ১০/১১/২০২০ তারিখে মৌলভীবাজারে মডেল থানার অধীনে অভিযোগ দায়ের করে। মোবাইল ফেরত পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে হারিয়ে যাওয়া সেই মোবাইল দ্রততম সময়ের মধ্যে উদ্ধার করে বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক, খাজা মাইন উদ্দিন সহকারী উপ-পুলিশ পরিদর্শক, খাজা মাইন উদ্দিন অভিযান চালিয়ে ২২/১১/২০২০ রবিবার দুপুরে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল। মৌলভীবাজারে মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক, খাজা মাইন উদ্দিন মোবাইলের মালিকের প্রপলু দত্ত এর হাতে ফিরিয়ে দেন চুরি হয়া মোবাইল ফোন। এসময় উপস্থিত চিলেন সাংবাদিক গোবিন্দ বায়ান্ন টেলিভিশন ব্যুরো প্রধান,সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু দৈনিক বাংলাদেশ সমাচার , মোবাইলের মালিক প্রপলু দত্ত হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ও আনন্দীত হয়ে মৌলভীবাজারে মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক, খাজা মাইন উদ্দিন সহ সকল পুলিশের প্রতি আন্তরীকতা ও ধন্যবাদ জানান ।