ঝালকাঠির রাজাপুরে পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক!

0
21

 

মোঃ তাওহিদ সিদ্দিকী,রাজাপুর উপজেলা প্রতিনিধিঃ

বিস্তারিতঃ ঝালকাঠির রাজাপুরে চার হাজার পাঁচশ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪২) ও সাইফুল ইসলাম আকন (৪৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত ১০ আগষ্ট সোমবার মধ্যরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত কামাল হোসেন চট্টগ্রামের হালিশহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও সাইফুল ইসলাম আকন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠী এলাকার মৃত জলিল আকনের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রামের কক্সবাজার ও টেকনাফ থেকে গত চারমাস ধরে ইয়াবা এনে এ অঞ্চলের বিভিন্ন এলাকায় সহবরাহ করত এই মাদক কারবারিরা। এই খবরের সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ।

তারই ধারাবাহিকতায় গতকাল পুলিশের কাছে খবর আসে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার মাদক ব্যবসায়ী ইরফানের কাছ থেকে ইয়াবার একটি চালান নিয়ে রাজাপুরে আসছে মাদক কারবারি কামাল হোসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠী এলাকায় গত ১০আগষ্ট মধ্যরাতে অবস্থান নেয় পুলিশ। রাত দেড়টার দিকে একটি মোটর সাইকেলে নৈকাঠী এলাকায় এসে পৌঁছায় কামাল ও সাইফুল।
এ সময় তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে চার হাজার পাঁচশত পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here