মো:আরিফ হোসেন , ঝালকাঠি প্রতিনিধি:
বিস্তারিতঃঝালকাঠির রায়াপুরে ৯০০পিস ইয়াবা উদ্ধার করেছে ঝালকাঠি গোয়েন্দাো পুলিশ। এসময় এক নারীসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নলছিটির রায়াপুর বটতলা নামক স্থানে জনৈক রফিকুল ইসলাম আহমেদ এর মুদির দোকানের সামনে ইটের রাস্তার উপর হইতে ঝালকাঠির শেখ মুজিব সড়কের মৃত বজলুল হকের পুত্র আরমান হক রাজা (৪০) কে ৮০০ পিস এবং ঝালকাঠির মা ও শিশু হাসপাতালের পিছনের বাসিন্দা জাহিদ তালুকদারের স্ত্রী তানিয়া আক্তার (২৫) এর নিকট ১০০ পিসসহ সর্বমোট ৯০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ডিবি সুত্র জানায়।
এ বিষয়ে আসামীদ্বয়ের থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রচেষ্টা চলছে।