তরিকুল ইসলাম তুহিন,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বিস্তারিত: শনিবার রাত ১২ টায় উপজেলার ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে রইছ আলী (৩৭) কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করে একই গ্রামের মোঃ জাফরের ছেলে রাসেল(২৪), আমিরুলের ছেলে তুষার(২৪), মোঃ আব্দুলের ছেলে সাদ্দাম(৩২), মিন্টু(৩৭)
রইছ আলী
ঘটনাসূত্রে জানা যায়, মোঃ জাফরের ছেলে রাসেল রইছ আলীর ভায়ের মেয়েকে প্রায় পথের মাঝে উত্ত্যক্ত করার কারনে রাসেল ও রইছের মধ্যে কলোহ সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার রাত ১২টার দিকে রইছ আলী নদী থেকে মাছ মেরে বাড়ি ফেরার পথে আব্দুলের ছেলে মিন্টুর নেতৃত্বে রাসেলসহ চারজন মিলে পরিকল্পিত ভাবে রইছ আলীর ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। আক্রমণের একসময় রইছ আলীর চিৎকারে চলে আসে পাশের মানুষ, এসে পরলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল
তারপর রইছ আলীকে তাতক্ষনিক ভাবে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। রইছ আলীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরদিন কুষ্টিয়া সদরে রেফার্ড করা হয়। হামলার বিষয়ে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অভিযুক্ত রাসেল
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সঠিক তদন্তক্রমে আসামীদের বিচারের আওতায় আনা হবে।